Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 ১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত বৃটিশ শাসনামলে সুপারিটেনডেন্ট অব পোস্ট অফিস নদীয়া ডিভিশন এর অধীনে একটি এইচ.এস.জি ডাকঘর হিসাবে যশোর প্রধান ডাকঘর অত্যন্ত গুরুত্ব বহন করে। পাকিস্থান আমলে বি গ্রেড ডাকঘর হিসাবে এটি প্রথমে কুষ্টিয়া ডিভিশনের অধীনে এবং পরবর্তীতে নবগঠিত যশোর বিভাগের অধীনে ছিল। ১৯৬৫ সালের ১০ই জুলাই থেকে যশোর প্রধান ডাকঘর ১ম শ্রেণীর প্রধান ডাকঘরে উন্নিত হয়। বর্তমানে ডাক বিভাগ যশোর দুইটি সতন্ত্র ইউনিট দ্বারা পরিচলিত হয়। একটি যশোর প্রধান ডাকঘর (১ম শ্রেণী) এবং অন্যটি ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়।  প্রধান ডাকঘর, যশোর এর প্রধান হিসাবে দায়িত্ব  পালন করেন একজন সহকারী পোস্টমাস্টার জেনারেল এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, যশোর এর প্রধান হিসাবে দায়িত্ব  পালন করেন একজন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।

 

প্রধান ডাকঘর ,যশোর এর প্রশাসনাধীন অফিস সমুহ-

১। টাউন সাব পোস্ট অফিস(টিএসও) :- ১৩টি।

ডেলিভারী টিএসও- চাঁচড়া/ এয়ার বেস/যশোর ক্যান্টনমেন্ট/যশোর শিক্ষা বোর্ড।

ননডেলিভারী টিএসও- যশোর নৈশ/ডিএস বোর্ড/সিটি কলেজ/চৌরাস্তা /যশোর কলেজ/পুলিশ লাইন/যশোর কোর্ট/ক্যান্টনমেন্ট বাজার/পুরাতন কসবা )।

২।ইডিএসও:-      ১ টি।

(যশোর আরএস)

৩। ইডিবিও:-       ৫টি।

( রাজারহাট /হামিদপুর/তালবাড়ীয়া/ ভেকুটিয়া/নওদাগ্রাম)।

 

ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, যশোর এর প্রশাসনাধীন অফিস সমুহ-

১।উপজেলা পোস্ট অফিস-    ৭টি

(কেশবপুর ইউপিও/মনিরামপুর ইউপিও/নোয়াপাড়া ইউপিও/বাঘারপাড়া ইউপিও/ঝিকরগাছা ইউপিও/চৌগাছা ইউপিও/ শার্শা ইউপিও)

২) সাব পোস্ট অফিস-       ৮টি

(রাজঘাট এসও/ ভূগিলহাট এসও/বসুন্দিয়া এসও/চুড়ামনকাটি এসও/য বি প্র বি এসও/যাদবপুর এসও/ বেনাপোল এসও/বেনাপোল নৈশএসও)

৩)ইডি সাব পোস্ট অফিস- ৩টি

(রূপদিয়া ইডিএসও/ গৌরনগর ইডিএসও/ বাগআচড়া ইডিএসও)

৪) ইডিবিও-              ১৬৪টি।